কানায় কানায় পূর্ণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২৩, ১৩:৩৫ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩, ১৩:৫৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠান শুরু হলেও মূল পর্ব শুরু হবে বেলা ২টায়। সমাবেশটি আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ। নির্ধারিত সময়ের আগেই শান্তি ও উন্নয়ন সমাবেশে বায়তুল মোকাররম ও আশপাশের এলাকা লোকারণ্য হয়ে যায়। দুপুর নাগাদ সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সচিবালয়, কেন্দ্রীয় নাট্যমঞ্চ, পুরানো পল্টন এলাকায় মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে নির্ধারিত সময়ের আগেই সমাবেশস্থলে জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরই মধ্যে দলের একাধিক কেন্দ্রীয় নেতা সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন। একইসঙ্গে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন কর্মীরা।

মঞ্চে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মীর্জা আজম, এস এম কামাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমসহ কেন্দ্রীয় নেতারা।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এলএম)