রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিকালে কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ | ৩০ অক্টোবর ২০২৩, ১০:৪৩ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৩, ১১:০৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ সোমবার বিদেশিদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।  


এদিন বিকাল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক, মিশন প্রধান, জাতিসংঘের সংস্থা প্রধানদের ব্রিফিং করবেন মন্ত্রী।

ব্রিফিংয়ে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে ঘটে যাওয়া ঘটনাবলি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা হবে।

এই ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সচিব। থাকতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ মন্ত্রিসভার সিনিয়র সদস্যরাও। 

সূত্র জানায়, ২৮ অক্টোবরের সার্বিক ঘটনার অডিও ভিডিও প্রস্তুত রাখা হয়েছে ব্রিফিংয়ে উপস্থাপনের জন্য।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ ঘিরে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে বিএনপির ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন পুলিশ সদস্য ও একজন যুবদল নেতা নিহত হন। 

এ ঘটনার পর দিন রবিবার সারা দেশে হরতাল কর্মসূচি পালন করে বিএনপি। সেই সঙ্গে সারা দেশে শান্তি ও উন্নয়ন সমাবেশ করে আওয়ামী লীগ। ওই দিনেও প্রাণহানির ঘটনা ঘটে। 

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/এফএ)