ফেনীতে বিএনপির ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ | ৩০ অক্টোবর ২০২৩, ২০:০০ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৩, ২০:৫৩

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস

ফেনীতে অভিযান চালিয়ে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার বিকাল পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বিভিন্ন থানার পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।

এর মধ্যে ফেনী মডেল থানা পুলিশ ২৩, সোনাগাজী মডেল থানা পুলিশ ১১, দাগনভূঞা থানা পুলিশ ছয়, ছাগলনাইয়া থানা পুলিশ দুই ও ফুলগাজী থানা পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে। বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বিএনপি নেতাদের অভিযোগ, চলমান আন্দোলনে যোগ দিতে বাধা দেওয়ার জন্য পুলিশ তাদের লোকজনকে ধারাবাহিকভাবে আটক করছে।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, গত ১০ দিনে বিএনপির অন্তত শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, যাচাই-বাছাইয়ের পর বিস্ফোরক আইন ও নাশকতার অভিযোগে করা পুরোনো মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৩০ অক্টোবর/ইএইচ)