রাণীনগরে দুই দিনে জামায়াত-বিএনপির নেতাসহ গ্রেপ্তার ১২

প্রকাশ | ৩০ অক্টোবর ২০২৩, ২১:০১

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস

নওগাঁর রাণীনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা-মারপিট ও মোটরসাইকেল ভাঙচুরের একটি মামলায় বিএনপি নেতা-সমর্থক এবং তাঁতীদল নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কাশিমপুর উত্তরপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে কাশিমপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা ওরফে বাবু (৫০), খট্টেশ্বর হাদিপাড়া গ্রামের মৃত বাহার আলী মোল্লার ছেলে বিএনপি সমর্থক ইজ্জাবর মোল্লা (৬০), দুর্গাপুর শেখপাড়া গ্রামের মৃত শেখ ময়েন উদ্দীনের ছেলে বিএনপি সমর্থক কিরণ (৩৮) ও চকাদিন গ্রামের মৃত বছির উদ্দীনের ছেলে উপজেলা তাঁতীদলের সভাপতি সাইফুল ইসলাম (৩৮)।

এর আগে শনিবার রাতে নাশকতা পরিকল্পনা করার একটি মামলায় গোনা ইউনিয়ন জামায়াতের আমিরসহ জামায়াতের দুজন এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা-মারপিট ও মোটরসাইকেল ভাঙচুরের একটি মামলায় বিএনপি নেতা-সমর্থকসহ বিএনপির ছয়জনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/৩০অক্টোবর/প্রতিনিধি/এসএ)