নির্বাচন কমিশনে পিটার হাস

প্রকাশ | ৩১ অক্টোবর ২০২৩, ১০:৫৪ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩, ১০:৫৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস নির্বাচন কমিশনে (ইসি) গেছেন। 

মঙ্গলবার সকালে হঠাৎ করেই নির্বাচন ভবনে যান মার্কিন কূটনীতিক।

সূত্র জানিয়েছে, পিটার হাস প্রধান নিবার্চন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন।

প্রধান নিবার্চন কমিশনারের ব্যক্তিগত কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে নিবার্চন কমিশন সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত রয়েছেন।

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তাগিদ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভিসানীতিও ঘোষণা দিয়েছে দেশটি।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এফএ)