মিরপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, ভাঙচুর

প্রকাশ | ৩১ অক্টোবর ২০২৩, ১৩:০৬ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩, ১৩:২৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর ১১ নম্বরে এ সংঘর্ষ শুরু হয়। 

তবে পুলিশের ভাষ্য, কিছু পোশাক কারখানার শ্রমিক আন্দোলন করছে বেতন বৃদ্ধির দাবিতে। কোনো মারামারির ঘটনা ঘটেনি। কিছু মানুষ গুজব ছড়াচ্ছে।’
 
প্রতক্ষ্যদর্শীরা জানান, মঙ্গলবার সকালে কয়েকটি প্রতিষ্ঠানে ভাঙচুর চালান অবরোধ সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ করেন বিএনপি নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা জড়িয়ে পড়েন ব্যাপক সংঘর্ষে। চাপাতি ও লাঠিসোঁটা হাতে হামলা চালান অবরোধ সমর্থকরা। এতে দুই জনের মাথা ফেটে গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার (এসি) মো. শাহিদুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, ‘বেতন বৃদ্ধির দাবিতে কিছু পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় নেমেছিল। এখন পরিস্থিতি শান্ত হয়ে গেছে। অবরোধের কারণে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। কিছু মানুষ গুজব ছড়াচ্ছে।’

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এএ/এফএ)