মুক্তিযোদ্ধা হত্যা মামলায় ৪ পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন

প্রকাশ | ৩১ অক্টোবর ২০২৩, ১৯:৫৫ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩, ১৯:৫৮

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জামালপুরে চাঞ্চল্যকর বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক হত্যা মামলায় চার পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জামালপুর স্পেশাল জজ আদালত।

মঙ্গলবার দুপুরে জামালপুর স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জামালপুর রেলওয়ে থানার ওসি গৌড়চন্দ্র, কনস্টেবল তপন বড়ুয়া, টিসি আনিসুর রহমান ও এএসআই সোহরাব।

এদিকে কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন- অ্যাডভোকেট নুরুল করিম ছোটন, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ।

(ঢাকাটাইমস/৩১ অক্টোবর/ইএইচ)