সান্তাহারে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

প্রকাশ | ০১ নভেম্বর ২০২৩, ১৬:২১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি, ঢাকা টাইমস

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে গোবিন্দ ঘোষ (৪৩) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকার আক্কেলপুর কেওচা রেলক্রসিংয়ে ঘটনা ঘটে।

নিহত গোবিন্দ নওগাঁর বদলগাছীর সাগরপুর গ্রামের হলু ঘোষের ছেলে।

পুলিশ বলছেন, ওই ব্যক্তি কানে কম শুনতেন। এ কারণে চলন্ত ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম অভিমুখি ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্ত:নগর ট্রেনটি সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকার কেওচা রেলক্রসিংয়ে পৌঁছায়। এসময় গোবিন্দ ঘোষ নামের মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ওই স্থানদিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যুহয়।

তিনি আরো বলেন, ‘প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যঅনুযায়ী, নিহত গোবিন্দ কানে কম শুনতেন। একারণে ট্রেনের শব্দ বা হর্ণ শুনতে না পাওয়ায় ট্রেনের সাথে ধাক্কা খাওয়ায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় বুধবার দুপুরে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

(ঢাকা টাইমস/০১নভেম্বর/প্রতিনিধি/এসএ)