মামুনুল হকের মুক্তির দাবিতে ১০ নভেম্বর সারাদেশে বিক্ষোভের ডাক

প্রকাশ | ০৩ নভেম্বর ২০২৩, ১৫:০৫ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৩, ১৫:১৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তির দাবিতে আগামী ১০ নভেম্বর সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি।

শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সারাদেশে ১০ নভেম্বর বিক্ষোভের পাশাপাশি ঢাকায় ৮ নভেম্বর ছাত্র সমাবেশ করা হবে বলেও জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা দুই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন মামুনুল হক। তার বিরুদ্ধে প্রায় ৪১টি মামলা রয়েছে। এর মধ্যে নিম্ন আদালতে ১৩টি এবং হাইকোর্টে ৫টি। এর মধ্যে অনেকগুলোতে তিনি জামিন পেয়েছেন। 

(ঢাকাটাইমস/০৩নভেম্বর/টিএ)