নানিয়ারচরে কঠিন চীবর দান অনুষ্ঠিত

প্রকাশ | ০৩ নভেম্বর ২০২৩, ২০:৫৮

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি, ঢাকাটাইমস

রাঙামাটির নানিয়ারচরে বেতছড়িমুখ ধর্মোদয় বন বিহারে ৫তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার এলাকাবাসীদের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানে ত্রিশরণসহ পঞ্চশীল প্রার্থনা করেন মংখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমতি লাল চাকমা এবং প্রদান করেন রাজগিরি বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সুমনা লঙ্কার মহাস্থবির।

এ সময় কঠিন চীবর দান, বুদ্ধমূর্তি দান, সঙ্ঘ দান, অষ্ট পরিষ্কার দান, হাজার বাতি দান, আকাশ প্রদীপ দান, কল্পতরু দানসহ নানাবিধ দানের আয়োজন করা হয়।

বিহার পরিচালনা কমিটির সভাপতি যোগ্যধন চাকমার সভাপতিত্বে এ সময় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চিজিমনি চাকমা, কঠিন চীবর দান উদযাপন কমিটির আহ্বায়ক বর্ণ কুমার চাকমা, ১নং সাবেক্ষং ইউপি সদস্য সৌরভ দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৩ নভেম্বর/ইএইচ)