নোয়াখালীতে আওয়ামী লীগের প্রতিবাদ ও শান্তি সমাবেশ

প্রকাশ | ০৪ নভেম্বর ২০২৩, ১৫:১১

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

দেশব্যাপী বিএনপি-জামায়াতের হরতাল অবরোধের নামে পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতন, সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রতিবাদ ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে সোনাইমুড়ী বাইপাস এলাকা থেকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুন নূর দুলালের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি সোনাইমুড়ী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সোনাইমুড়ী বাজারে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সোনাইমুড়ী পৌর কাউন্সিলর কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুন নূর দুলাল। বিশেষ অতিথির বক্তব্য দেন নদনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিম উদ্দিন, বদলকোর্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান শেখ প্রমুখ।

এ সময় বক্তারা হরতাল ও অবরোধের নামে সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ডসহ বিভিন্ন সহিংসতার প্রতিবাদ জানান। দলের নেতাকর্মীদের মাঠে থেকে বিএনপি-জামায়াতের নৈরাজ্য মোকাবেলা করতে আহ্বান জানান তারা।

(ঢাকাটাইমস/০৪ নভেম্বর/ইএইচ)