সাভারে ড্যাফোডিলের শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৩, ১৭:৩২
অ- অ+
মো. হাসিবুল হাসান অন্তর (২১)।

ঢাকার সাভারে বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. হাসিবুল হাসান অন্তর (২১) হত্যার ঘটনায় মামলা দায়েরের কয়েক ঘন্টার মধ্যে প্রধান আসামি রাহাতকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।

শনিবার (০৪ নভেম্বর) দুপুরে সাভার মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান।

নিহত হাসিবুল হাসান অন্তর ময়মনসিংহ সদর থানার কাচারি পাড়া ভাটিপড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে৷ তিনি ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

অপরদিকে গ্রেফতার প্রধান অভিযুক্ত আসামি রাহাত সরকার (২৫) গাজীপুরের জয়দেবপুর থানার পূর্ব চান্দনা গ্রামের সাঈদ সরকারের ছেলে। বর্তমানে সে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আকরান এলাকায় বসবাস করতো।

মামলার অন্য আসামিরা হল- সাভারের বিরুলিয়ান আকরান নামাপাড়া এলাকার স্থানীয় জলিলের ছেলে মনছুর (৪০) এবং একই গ্রামের নজরুলের ছেলে আশিক(২২), সাধনের ছেলে সাহিম (২৩) ও টিপুর ছেলে টুটুল (২৪)। পুলিশের সুপার জানান, গত ২৭ অক্টোবর সন্ধ্যার দিকে সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় মোটরসাইকেল চালিয়ে পৌঁছান নিহত হাসিবুল হাসান অন্তর ও ফয়সাল সিদ্দিকী বাপ্পী। এসময় পূর্ব বিরোধের জের ধরে রাহাত সরকার, মনছুর, আশিক, সিফাত, সাহিম ও টুটুলসহ ১০/১২ জন অন্তরের সঙ্গে থাকা ফয়সাল সিদ্দিকী বাপ্পীকে চর থাপ্পড় দিয়ে তাড়িয়ে দেয়। পরে অভিযুক্তরা অন্তরকে অপহরণ করে খাগানের পাশে বউবাজারের একটি বাগানের ভেতরে নিয়ে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে উপর্যুপরি আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। পরে আহত অন্তরকে উদ্ধার করে প্রথমে আশুলিয়ার রাজু হাসপাতাল ও পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার শারিরীক অবস্থার উন্নতি না হওয়ায় নিহতের বাবা-মা উন্নত চিকিৎসার জন্য অন্তরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (২ নভেম্বর) মারা যায় অন্তর।

তিনি আরো জানান, ঘটনার বিষয়ে প্রথমে পুলিশকে কেউ অবহিত না করলেও বিষয়টি জানার পর পরবর্তীতে সাভার মডেল থানা পুলিশ স্বপ্রনোদিত হয়ে ঘটনার তদন্তে নামে। পরে এঘটনার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও ডেপুটি প্রক্টর মো. বদরুজ্জামান বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করার তিন ঘণ্টার ভেতর গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকা থেতে মামালার প্রধান আসামি মো. রাহাত সরকারকে গ্রেফতার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার উপ-পরিদর্শক মো. দিদার হোসেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা ঢাকা টাইমসকে বলেন, গ্রেফতার আসামীকে গতকাল শুক্রবার (৩ নভেম্বর) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। সে ঘটনার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পাশাপাশি ঘটনার সাথে জড়িত বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/০৪নভেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা