বিএনপির আন্দোলন সংগ্রাম সবই ভুয়া: ওবায়দুল কাদের

প্রকাশ | ০৪ নভেম্বর ২০২৩, ১৭:৪৯ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩, ১৮:৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
ফাইল ছবি

বিএনপিকে একটা ‘ভুয়া’ দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, ‘কোথাকার এক পাগলকে জো বাইডেনের উপদেষ্টা বানিয়েছে বিএনপি। বিএনপি হলো ভুয়া, তাদের আন্দোলন-সংগ্রাম সবকিছুই ভুয়া।’

 

শনিবার রাজধানীর মতিঝিল আরামবাগে আওয়ামী লীগের সুধী সমাবেশে এসব বলেন তিনি।

 

ওবায়দুল কাদের বলেন, খেলা হবে, খেলা হবে, বিএনপি-জামায়াতের বিরুদ্ধে খেলা হবে। শেখ হাসিনার নির্দেশে খেলা হবে। আমরা সেমিফাইনালে জিতেছি, সামনে ফাইনালেও জিতবো। বিএনপি বলেছিল ২৮ তারিখে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না, পালাবার জন্য অলিগলি খুঁজে পাওয়া যাবে না। যারা এসব বলেছিল সেই বিএনপিকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না।’

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর পর এ দেশে শেখ হাসিনার মতো এতো সৎ, জনপ্রিয়, দক্ষ নেতা বাংলাদেশে আর নেই। যার এতো মর্যাদা তাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে বারবার নির্বাচিত করবো।

 

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে কিছু লোক আছে ভালো কাজের প্রশংসা করতে পারে না। ব্রিটেনের প্রধানমন্ত্রীসহ বিশ্বের বড় বড় নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান করেন। ব্রিকসের সদস্য না হয়েও সম্মানিত হয়েছেন শেখ হাসিনা । ভারতের জি-টোয়েন্টি সম্মেলনে সদস্য না হয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদস্যের চেয়ে বেশি সম্মান পেয়েছেন। যার এতো মর্যাদা তাকে আমরা বারবার নির্বাচিত করবো। তিনি বাংলাদেশকে যেখানে নিয়ে গিয়েছেন, তাই বিশ্ব নেতারা প্রশংসায় পঞ্চমুখ। আমাদের দেশে সন্ত্রাস জঙ্গিবাদী একটা দল আছে, তারা শেখ হাসিনার প্রশংসা করতে জানে না।  শেখ হাসিনা এতো কিছু করার পরও তাকে একটা ধন্যবাদ দিতে পারেনি। এটা আমাদের দুর্ভাগ্য। এতো ছোট মন-মানসিকতার মানুষ তারা।’

 

ওবায়দুল কাদের বলেন, আমেরিকার আইআরআই বলেছে শেখ হাসিনাকে ৭০ থেকে ৭৫ ভাগ লোক ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে। শেখ হাসিনার এতো জনপ্রিয়তা দেখে বিএনপি হিংসা করে, জ্বালায় মরে। শেখ হাসিনাই আমাদের আসল নেতা, তোরা (বিএনপি) সব ভুয়া। এই ভুয়া সাম্প্রদায়িক অপশক্তিকে আগামী নির্বাচনে পরাজিত করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।

 

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি যদি আবারো ক্ষমতায় আসে এ দেশের গণতন্ত্র ধ্বংস করবে, মুক্তিযুদ্ধকে ধ্বংস করবে, লাশের পাহার গড়ে তুলবে। এদের হাতে আমরা কখনো ক্ষমতা তুলে দিতে পারি না। এজন্য আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে সতর্ক পাহারায় থাকতে হবে। আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। আজকের দিনে এটাই হবে আমাদের শপথ।

(ঢাকাটাইমস/০৪নভেম্বর/জেএ/কেএম)