মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪

প্রকাশ | ০৪ নভেম্বর ২০২৩, ১৯:২৭ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩, ১৯:৩৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

রাজধানীর মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মিরপুর ১৩ নম্বর সেকশনে বিএফসি (ফাস্টফুড) কোম্পানির ফ্রিজিং রুমে। আহত ব্যক্তিরা হলেন- বিএফসি কোম্পানির মালিকের ভাই জামিনুর রহমান (৪৫), বাকি তিনজন মেরামতকারী প্রতিষ্ঠানের টেকনিশিয়ান রাসেল মিজি (৪২), রতন (৩৫) ও ফিরোজ হাওলাদার (৩২)। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

 

বিশ্বস্ত সূত্রে ঢাকা টাইমস জানতে পেরেছে, বিএফসি (ফাস্টফুড) কোম্পানির ফ্রিজিং রুমে গ্যাস সিলিন্ডার মেরামতের সময় পাইপ বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের প্রাথমিক পর্যায়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

 

বর্তমানে আহত চারজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া ঢাকা টাইমসকে জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন।

(ঢাকাটাইমস/০৪নভেম্বর/কেএম)