চরফ্যাশনে রাতের আঁধারে বাসে আগুন

প্রকাশ | ০৫ নভেম্বর ২০২৩, ১৫:১২ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৩, ১৫:২২

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, ঢাকাটাইমস

ভোলার চরফ্যাশনে গভীর রাতে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাত ১টার দিকে চরফ্যাশন বাস টার্মিনাল সংলগ্ন সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চরফ্যাশন থানা পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে বাসে কে বা কারা আগুন দিয়েছে তৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

পুলিশ বলছে, চরফ্যাশন থেকে চট্টগ্রামগামী যমুনা পরিবহন নামের একটি বাস টার্মিনাল সংলগ্ন সড়কের পাশে রেখে শ্রমিকরা ঘুমাতে যায়। এ সময় বাসে কোনো স্টাফ না থাকার সুযোগে রাত ১টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। কারা বাসে আগুন দিয়েছে তা এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি।

চরফ্যাশন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অগ্নিকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। তবে দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশে বাসে আগুন দিতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/০৪ নভেম্বর/ইএইচ)