সৌরভের দাদাগিরিতে বাংলাদেশ নিয়ে যা বললেন শাকিব খানের ‘প্রিয়তমা’

প্রকাশ | ০৫ নভেম্বর ২০২৩, ১৬:০৯ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৩, ১৬:২১

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী সঞ্চালিত ‘দাদাগিরি’ অনুষ্ঠানে বসতে চলেছে তারকার মেলা। সেই পর্বটি প্রচার হবে আগামী শুক্রবার। এদিনের অনুষ্ঠানে থাকবেন বাংলাদেশি সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা ইধিকা পাল।

ওপার বাংলায় এই অভিনেত্রীকে মূলত ছোটপর্দায় দেখা গেছে। কিন্তু বাংলাদেশে তিনি শাকিব খানের ‘প্রিয়তমা’। এই সিনেমা দিয়েই তার চলচ্চিত্রে অভিষেক হয়েছে। কাজের জন্য দীর্ঘদিন তাকে থাকতে হয়েছে বাংলাদেশে। এখানকার একাধিক ঘটনার কথা ‘দাদাগিরি’তে তিনি সৌরভ গাঙ্গুলীর সঙ্গে শেয়ার করবেন।

বাংলাদেশ প্রসঙ্গে সৌরভকে কী বললেন ইধিকা?

এদিন ইধিকার সঙ্গে মশকরা করতে দেখা যাবে সৌরভ গাঙ্গুলীকে। তিনি ইধিকার কাছে জানতে চাইবেন বাংলাদেশের অভিজ্ঞতা।

অভিনেত্রী জানান, তিনি কাজের জন্য বাংলাদেশে এসেছিলেন। এখানকার কথা বলার ধরনও শিখেছেন। এমনকি তাকে এদিন বাংলাদেশের ঢংয়েই বাংলা বলতে দেখা যায়। ইধিকা সৌরভকে বলেন, ‘ইলিশ মাছ খাইতে পারেন?' উত্তরে সৌরভও বাঙাল ভাষায় বলেন, ‘হ কেউ কাঁটা বেছে দিলে পারি।’

তখন ইধিকা জানান, তিনি বাংলাদেশে এসে পাক্কা এক ডজন (১২টি) ইলিশ মাছ খেয়েছেন। প্রতি শুক্রবার এবং শনিবার রাত সাড়ে ৯টা থেকে জি বাংলায় সম্প্রচারিত হয় সৌরভ গাঙ্গুলী সঞ্চালিত ‘দাদাগিরি’। বেশ জনপ্রিয় ওপার বাংলার এই টিভি শো।

(ঢাকা টাইমস/০৫নভেম্বর/এজে)