ক্যান্সারের কাছে হেরে গেলেন এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক বিপ্লবী রানী

প্রকাশ | ০৬ নভেম্বর ২০২৩, ০৮:২৩ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩, ০৮:৩৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

ক্যান্সারের কাছে হেরে গেলেন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) অতিরিক্ত পরিচালক বিপ্লবী রানী। 

সোমবার গভীর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

বিপ্লবী রানী যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় জোয়ার্দারের সহধর্মিনী।

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোজাম্মেল হক এ তথ্য জানান।

জানা গেছে, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) অতিরিক্ত পরিচালক বিপ্লবী রানী রবিবার রাত ২টার দিকে মারা যান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন।

বিপ্লবী রানী দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

(ঢাকাটাইমস/০৬নভেম্বর/এসএস/এফএ)