তিতুমীর কলেজ ছাত্রদলের দুই নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

প্রকাশ | ০৭ নভেম্বর ২০২৩, ১২:৪০ | আপডেট: ০৭ নভেম্বর ২০২৩, ১২:৫৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের দুই যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রফিক ও সাইফুল ইসলামকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার সন্ধ্যার কিছু আগে দুজন বাসা থেকে বের হন। সন্ধ্যার আগে বা পরে কোনো এক সময় রাজধানীর অজ্ঞাত স্থান থেকে তাদের দুজনকেই তুলে নেয় পুলিশ। পরে রাত ১১টার দিকে তাদের মিরপুর-১২ নম্বরের ২ নম্বর এভিনিউ সি ব্লকের ৬ নম্বর বাড়িতে নিয়ে যায় তাদের একজনকে। পরে ভোর ৪টার দিকে তাদের মিরপুর-১২ নম্বরের ঐ একই বাসায় নিয়ে যায় দুজনকেই। বাসায় নিয়ে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যেতে যে পোশাক তারা পরেছিলেন সেগুলো এবং সেদিন পরা দুজনের জুতা সংগ্রহ করে, সেই সঙ্গে তাদের পাসপোর্ট, সার্টিফিকেটসহ সব গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে যায় পুলিশ। এসময় বাসায় থাকা অপর ব্যক্তি (ওদের মেস মেট) তাদের কোথায় নিয়ে যাচ্ছেন জানতে চাইলে কোনো সদুত্তর দেয়নি পুলিশ।  

(ঢাকাটাইমস/০৭নভেম্বর/জেবি/এফএ)