বিএনপি নির্বাচনে না গেলে তখন সিদ্ধান্ত, ‘নতুন দল’ প্রসঙ্গে মেজর হাফিজ

প্রকাশ | ০৭ নভেম্বর ২০২৩, ১৪:৪৭ | আপডেট: ০৭ নভেম্বর ২০২৩, ১৪:৫৯

জাহিদ বিপ্লব, ঢাকা টাইমস

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে নতুন আরেকটি দল হচ্ছে- তথ্যমন্ত্রী হাছান মাহমুদের এমন বক্তব্য আসার পর রাজনৈতিক মহলে এ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। এ প্রসঙ্গে মেজর হাফিজ ঢাকা টাইমসকে বলেন, ‘আন্তর্জাতিক মধ্যস্থতায় বিএনপির নির্বাচনে যাওয়া উচিত। বিএনপি নির্বাচনে গেলে আমি সেই নির্বাচনে অংশ নেব।’

যদি বিএনপি নির্বাচনে না যায়...এমন প্রশ্নে তিনি বলেন, ‘তখন সিদ্ধান্ত নেব।’ নতুন দল গঠন করবেন কি না জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘তখন সিদ্ধান্ত নেব।’

হাফিজ বলেন, ‘আমি শারীরিকভাবে অসুস্থ। সিএমএইচ এবং সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছি। আবারও সিঙ্গাপুর যাব। আমি রাজনৈতিক পরিস্থিতি দেখতেছি।’

তৃণমূল বিএনপিতে যোগ দিচ্ছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘তৃণমূল বিএনপি আমি চিনিই না। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।’ 

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আপনি বিএনপি ভেঙে নতুন দল গঠন করছেন। তার এ বক্তব্যের বিষয়ে আপনার মতামত কী- এ প্রশ্নে মেজর হাফিজ কোনো প্রতিক্রিয়া না জানিয়ে বলেন, ‘নো কমেন্ট’।

৭৯ বছর বয়সি হাফিজ উদ্দিন আহমেদ গত দুই মাস আগে অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি ছিলেন।

দলীয় সিদ্ধান্তের বাইরে এক কর্মসূচিতে অংশ নেওয়ায় ২০২০ সালে দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ও শওকত মাহমুদকে কারণ দর্শানো নোটিশ দিয়েছিল বিএনপি।

স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের নেতৃত্বাধীন ‘জেড’ ফোর্সে ছিলেন মেজর হাফিজ। যুদ্ধে সাহসিকতার জন্য তিনি বীর বিক্রম খেতাব পান।

সামরিক বাহিনী থেকে অবসরের পর তিনি রাজনীতিতে যুক্ত হন। হাফিজ উদ্দিন আহমেদ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) থেকে ৬বার সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০১ সালে খালেদা জিয়া সরকার গঠন করলে তিনি পানিসম্পদ মন্ত্রী হন। দীর্ঘ এক যুগের বেশি সময় বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। সরকারের দমননীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে কারাগারেও যেতে হয়েছে তাকে।

(ঢাকাটাইমস/০৭নভেম্বর/জেবি/এফএ)