‘মুক্তিযোদ্ধা হত্যা দিবস’ উপলক্ষে আ.লীগের আলোচনা সভা শুরু

প্রকাশ | ০৭ নভেম্বর ২০২৩, ১৬:১২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবসে আওয়ামী লীগের আলোচনা সভায় দলটির নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। ‘মুক্তিযোদ্ধা হত্যা দিবস’ উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ের সামনে এই আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

বিকাল সাড়ে তিনটায আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুপুরে থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেন। এর মধ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আসতে শুরু করেছে ঢাকা দক্ষিণের নেতাকর্মীরা।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

এরইমধ্যে আলোচনায় উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফি, সহসভাপতি নুরুল আমিন রুহুল,  যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমূখ।

এর আগে সোমবার ১৯ শর্তে বঙ্গবন্ধু এভিনিউয়ে সভা আয়োজনের অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

(ঢাকাটাইমস/০৭নভেম্বর/এলএম/জেএ )