খুলনায় সিপাহী জনতার অভ্যুত্থান দিবস পালন

প্রকাশ | ০৭ নভেম্বর ২০২৩, ২১:০৯

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস

খুলনায় জাসদের উদ্যোগে সিপাহী জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টায় দিবসটি উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) খুলনা জেলা ও মহানগর শাখার আয়োজনে দলীয় অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাসদ খুলনা জেলার সভাপতি শেখ গোলাম মোর্তুজার সভাপতিত্বে এবং মহানগর জাসদের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মন্টুর পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন।

এ সময় খালিদ হোসেন বলেন, ঐতিহাসিক প্রয়োজনে ৭ নভেম্বর সিপাহী জনতার অভুত্থান সংগঠিত হয়। ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা, ৩ নভেম্বর খালেদ মোশাররফের ক্ষমতা দখল, জাতীয় ৪ নেতাকে জেলখানায় নির্মমভাবে হত্যা, পাল্টা দখল, সেনাবাহিনীর মধ্যে ক্ষমতালিপ্সু অফিসারদের ক্ষমতা দখলের প্রতিযোগিতায় যখন দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব হুমকির মুখে। ঠিক তখনই সেনাবাহিনীর চেইন অব কমান্ড ভেঙে কর্নেল তাহেরের নেতৃত্বে পূর্ব ঘোষণার মাধ্যমে ৭ নভেম্বর সিপাহি জনতার অভ্যুত্থান হয়।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জাসদ নেতা মোসারেফ হোসেন, আকবর আলী শেখ, নারী জোট খুলনা জেলার সভাপতি রুনা লায়লা, চাঁন মিয়া, সুধীর হাজরা, আলী আকবর, যুব জোট মহানগর সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আকবর শেখ, জেলা যুব জোট সভাপতি মো. সাইদ, সাধারণ সম্পাদক তানভির হোসেন সেন্টু, যুব নেতা বাবর আজম, হৃদয়, পিন্টু, মাখসুদ আলী, আরজু, রবিউল ইসলাম জাহিদ, ইমন প্রমুখ।

(ঢাকাটাইমস/০৭ নভেম্বর/ইএইচ)