অবরোধের সমর্থনে লক্ষ্মীপুরে বিএনপির মশাল মিছিল
প্রকাশ | ০৮ নভেম্বর ২০২৩, ১৯:৪৬ | আপডেট: ০৮ নভেম্বর ২০২৩, ১৯:৫৪
অবরোধের সমর্থনে লক্ষ্মীপুরে মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় শাকচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ মিছিল করেন। এ সময় তারা শেখ হাসিনার পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে ভোরে রামগতি-লক্ষ্মীপুর সড়কের মিয়া রাস্তার মাথা, গুলিয়া বাজার ও রায়পুর-লক্ষ্মীপুর সড়কের দালালবাজার, ইটেরপুল এলাকায় পৃথক স্থানে টায়ারে অগ্নিসংযোগ করতে দেখা যায়। একইসঙ্গে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরকার পতনের বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করে ।
এছাড়া দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ চৌরাস্তায় সদর উপজেলা (পূর্ব) বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা।
এ সময় তারা জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মুক্তি ও সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুর গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান।
এছাড়া টানা এ অবরোধে লক্ষ্মীপুর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে অভ্যন্তরীণ সড়কে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে।
(ঢাকাটাইমস/০৮ নভেম্বর/ইএইচ)