জাতীয় রপ্তানি ট্রফি পেল প্রিমিটেকের দুই প্রতিষ্ঠান

প্রকাশ | ০৮ নভেম্বর ২০২৩, ২২:৫১

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশের রপ্তানি খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় রপ্তানি ট্রফি ২০২০-২১ পেল প্রিমিটেক গ্রুপের দুটি অঙ্গপ্রতিষ্ঠান। 

সি ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছে পদ্মা স্পিনিং কম্পোজিট লিমিটেড এবং ব্রোঞ্চ পদক পেয়েছে স্টার প্যাকেজিং এন্ড এক্সেসরিজ লিমিটেড।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির হাত থেকে জাতীয় রপ্তানি ট্রফি গ্রহণ করেন প্রিমিটেক গ্রুপের চেয়ারম্যান মো. ওমর ফারুক, সিআইপি এবং ব্যবস্থাপনা পরিচালক এম এ কাইয়ুম। এ নিয়ে পাঁচবার জাতীয় রপ্তানি ট্রফি পেল প্রিমিটেক গ্রুপ।

২০২০-২১ অর্থবছরে রপ্তানি আয়ে অসামান্য অবদান রাখায় ৭৩টি রপ্তানিমুখী প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফির জন্য নির্বাচিত করে সরকার। এরমধ্যে শতভাগ বাংলাদেশি মালিকানাধীন অন্যান্য পণ্য ও সেবা খাতে পদ্মা স্পিনিং অ্যান্ড কম্পোজিট (স্বর্ণ) এবং স্টার প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ ২০২০-২১ অর্থবছরের জন্য রপ্তানি ট্রফি পায়।

ঢাকাটাইমস/০৮নভেম্বর/ইএস