ওয়ারীতে ট্রাকচাপায় প্রাইভেটকার আরোহী নিহত

প্রকাশ | ০৯ নভেম্বর ২০২৩, ০৮:৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

রাজধানীর ওয়ারীতে একটি প্রাইভেটকার ট্রাকের নিচে চাপা পড়ে এক আরোহী মারা গেছেন। 

বুধবার রাত ১১টা ৫৩ মিনিটের দিকে ওয়ারীর হাটখোলায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। 

ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, ‘ট্রাকের নিচে চাপা পড়ে প্রাইভেটকারে থাকা একজন ঘটনাস্থলে মারা গেছেন। এ ঘটনার পর পালিয়ে গেছেন ট্রাকচালক।’ 

এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান  তিনি।

(ঢাকাটাইমস/০৯নভেম্বর/এফএ)