মিরপুরের রাস্তা ছেড়েছে শ্রমিকেরা, যান চলাচল স্বাভাবিক

প্রকাশ | ১২ নভেম্বর ২০২৩, ১২:৪১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

পুলিশের মধ্যস্থতায় রাজধানীর মিরপুর-১০ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাক শ্রমিকেরা রাস্তা ছেড়েছে। ফলে বর্তমানে এ এলাকার যানচলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন বলেন, ‘শ্রমিকদের দাবিগুলো শুনে তাদের বুঝিয়েছি, তারপর তারা আমাদের কথামতো রাস্তা ছেড়ে কর্মস্থলে ফেরত যান।’

রবিবার সকাল সোয়া আটটার দিকে প্রথমে মিরপুর-১৩ নম্বরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েকশ শ্রমিক। এরপর তারা মিরপুর-১০ নম্বরে এসে অবস্থান নেন। তাদের অবরোধের ফলে প্রধান সড়কসহ আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয়।

এদিন বিক্ষোভে অংশ নেওয়া গার্মেন্টস শ্রমিকরা বেশির ভাগ মিরপুর-১৩ নম্বরের ভিশন, এমবিএম, লোডস্টার, সারোজ গার্মেন্টসসহ আশপাশের ১০টি গার্মেন্টসের।

বিক্ষোভে অংশ নেয়া শ্রমিকরা জানান, তাদের বেতন ন্যূনতম ২৩ হাজার টাকা করার দাবিতে তারা রাস্তায় নেমেছেন। নতুন যে বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে তারা তা মানেন না।

এর আগে, শনিবার দুপুরে একই দাবিতে মিরপুর ১৩ নম্বরে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। পরে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

(ঢাকাটাইমস/১২নভেম্বর/এলএম/এফএ)