নাশকতার অভিযোগে রংপুর নগরীতে আটক ৮

প্রকাশ | ১৩ নভেম্বর ২০২৩, ১৬:৫১

রংপুর ব্যুরো, ঢাকা টাইমস

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রংপুর নগরীতে নাশকতার প্রস্তুতিকালে হাতে-নাতে বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানা পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রংপুর নগরীর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল ও তাজহাট থানার লালবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) আবু মারুফ হোসেন।

আটককৃতদের মধ্যে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও মহানগর কমিটির আহবায়ক শাহ নেওয়াজ লাবু, ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সেলিম মিয়া, পরশুরাম থানা যুবদলের যুগ্ম আহবায়ক সামছুজাম্মান রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রংপুর নগরীর বাস টার্মিনাল, লালবাগ, পশুরাম থানাধীন এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় নাশকতামূলক ঘটনা ঘটানোর প্রস্তুতি নিচ্ছিলেন এমন গোপন তথ্যের ভিত্তিতে তাদের ঘটনাস্থল থেকেই হাতেনাতে আটক করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) আবু মারুফ হোসেন জানান, জনজীবন স্বাভাবিক ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে যে কোনো ধরনের নাশকতা রুখে দিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

(ঢাকা টাইমস/১৩নভেম্বর/প্রতিনিধি/এসএ)