মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৬

প্রকাশ | ১৪ নভেম্বর ২০২৩, ১৪:৪৪ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩, ১৪:৫৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

বিএন‌পি-জামায়াতসহ সমমনা দ‌লের ডাকা অব‌রোধ কর্মসূ‌চি‌কে কেন্দ্র ক‌রে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থে‌কে ৬ জন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে র‍্যাব।

মঙ্গলবার র‍্যাব-২ এর সহকারী পরিচালক শিহাব করিম গণমাধ্যমকে বিষয়‌টি নিশ্চিত করেন।

আটককৃতরা হ‌লেন- মো. জাবেদ (৩২), মুন্না (২৬), মো. তারেক (২৭), মো. রাব্বি (২৬), ওসমান গনি (১৮) এবং মো. হারুন-অর-রশিদ (৪২)।

শিহাব করিম ব‌লেন, ‘সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলসমূহের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালায়। গত ২৮ অক্টোবর রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে দুষ্কৃতকারী ও সন্ত্রাসীরা রাজধানীর কাকরাইল, পল্টন, ফকিরাপুল ও মতিঝিলসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর নৃশংস কায়দায় হামলা ও আক্রমণ চালায়।’ 

র‌্যাবের এই সহকারী পরিচালক জানান, তারা গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন ও সরকারি বিভিন্ন যানবাহনে ভাঙচুর-অগ্নিসংযোগ এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা, আক্রমণ ও ভাঙচুরসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে জখম করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। এ ঘটনায় এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে দুষ্কৃতকারীরা।
 
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধের নামে গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন ও সরকারি বিভিন্ন যানবাহনে ভাঙচুর-অগ্নিসংযোগ করে সাধারণ জনগণের জানমালের ক্ষতি করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে। 

শিহাব করিম আরও ব‌লেন, ‘গত ২৯ অক্টোবর মোহাম্মদপুরের বেড়িবাঁধ তিন রাস্তা মোড় অবরোধ করে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এবং দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের জখম করে। 

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় দুটি মামলা দায়ের কর হয়। মামলার এজাহারভুক্ত আসামি মো. জাবেদ (৩২), মুন্না (২৬), মো. তারেক (২৭), মো. রাব্বি (২৬), ওসমান গনি (১৮) এবং মো. হারুন-অর-রশিদকে (৪২) গ্রেপ্তার করা হয়।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এলএম/এফএ)