কুমিল্লায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশ | ১৪ নভেম্বর ২০২৩, ১৬:২০

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রী ঝর্ণা আক্তারকে হত্যার দায়ে স্বামী আব্দুর রবকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আব্দুর রব আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রব (৩৫) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাম বাতাবাড়ীয়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট প্রদীপ কুমার দত্ত। তিনি জানান, কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বাম বাতাবাড়িয়া গ্রামে ২০১০ সালের ২৯ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে দাবিকৃত যৌতুকের টাকা এনে না দেওয়ায় স্ত্রী ঝর্ণাকে পিটিয়ে পুকুরঘাটে নিয়ে পানিতে ডুবিয়ে হত্যা করে তার স্বামী আব্দুর রব। পরে আসামি ১৬৪ ধারা স্বীকারোক্তি জবানবন্দি দেন আদালতে। নিহতের বাবা শামছুল হক বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি মামলা করলে, রাষ্ট্রপক্ষ ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি আব্দুর রবকে মৃতুদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

(ঢাকাটাইমস/১৪ নভেম্বর/ইএইচ)