এখন আর সংলাপের সুযোগ নেই, লু’র চিঠি পেয়ে বললেন ওবায়দুল কাদের

প্রকাশ | ১৫ নভেম্বর ২০২৩, ১২:৩৪ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩, ১২:৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে হস্তান্তর করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। 

বুধবার সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে গিয়ে চিঠি পৌঁছানোর পর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এখন আর সংলাপের সুযোগ নেই।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘আমাকে চিঠি দিয়েছে। চিঠি নিয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু তিনটা দলের সঙ্গে সংলাপ হবে কেন? সংলাপ হলে একশ দলের সঙ্গে সংলাপ হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘অনেক সময় চলে গেছে। সামনে নির্বাচন, এখন খুব শর্ট সময়। এখন আবার সংলাপ হওয়ার সুযোগ নেই। যেকোনো সময় নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। তাই এখন সংলাপের আর সময় নেই। বিএনপিকে আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম, শর্ত ছাড়া সংলাপে এলে তখন আমরা বিবেচনা করব। কিন্তু এখন আর সেই সুযোগ নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু একটি চিঠি আমার কাছে পাঠিয়েছেন। সেই চিঠি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস আমার কাছে পৌঁছে দিতে এসেছিলেন। চিঠি পেয়েছি। এখন দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে আলোচনা শেষে এ ব্যাপারে কথা বলতে পারব। ‌এক পৃষ্ঠার একটি চিঠি আমি পড়েছি। তাতে লেখা আছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার বিষয়টি। মার্কিন যুক্তরাষ্ট্র কারো পক্ষে নয়।

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/জেএ/এফএ)