দেশবাসীকে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান সিইসির

প্রকাশ | ১৫ নভেম্বর ২০২৩, ১৯:০২ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩, ১৯:২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

দেশবাসীকে আগামী ৭ জানুয়ারি নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

নির্বাচন প্রক্রিয়াকে সার্বিকভাবে স্বচ্ছ ও নির্বিঘ্ন করার অভিপ্রায়ের কথা উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচনি কর্মকর্তারা আইন ও বিধিবিধান যথাযথভাবে  প্রতিপালন করে সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন। 

বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে। মনোনয়ন জমাদানের শেষ তারিখ ৩০ নভেম্বর। বাছাই ১-৪ ডিসেম্বর। নিষ্পত্তি ৬-১৫ ডিসেম্বর। প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর পর্যন্ত। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/কেএম)