শরীয়তপুরে আনসার বাহিনীর উপহারের ঘর পেলেন ৮ অসহায় সদস্য

প্রকাশ | ১৬ নভেম্বর ২০২৩, ১৬:১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

শরীয়তপুরে আনসার বাহিনীর উপহারের ঘর পেয়েছেন সংস্থাটির ৮ জন অসহায় ও দুস্থ সদস্য। বৃহস্পতিবার দুপুর ১২টায় নড়িয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে আনসার সদস্য মান্নান রাড়ীর ঘর উদ্বোধন করেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি।

এছাড়াও ঘর পাওয়া বাকি ৭ জন আনসার সদস্যের মাঝে চাবি হস্তান্তর করেন তিনি।

আনসার ও গ্রাম ও আনসার বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. মইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, স্থানীয় পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম প্রমুখ।

জেলা কমান্ড্যান্ট মো. মইনুল ইসলাম, বৃহস্পতিবার একযোগে সারাদেশে ১০০ জন অসহায় ও দুস্থ আনসার সদস্যদের মাঝে ঘর প্রদান করা হয়েছে। এরমধ্যে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় তিনজন, ভেদরগঞ্জ উপজেলায় তিনজন, জাজিরা উপজেলার একজন ও ডামুড্যা উপজেলায় একজন অসহায় আনসার সদস্যদের মাঝে ঘর প্রদান করা হয়। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ৩ লাখ ৫০ হাজার টাকা।

(ঢাকা টাইমস/১৬নভেম্বর/প্রতিনিধি/এসএ)