ছাত্রদল নেতা আহমেদ হোসাইনের মুক্তি দাবি এ্যাবের

প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৩, ১৬:৪৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাব এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আহমেদ হোসাইনকে গ্রেপ্তারে নিন্দা, উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে এ্যাব। একই সঙ্গে অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি। 

সংগঠনটির সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু ও মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ রবিবার এক বিবৃতিতে বলেন, রাজশাহীর সাহেব বাজারে প্রকৌশলীদের মিছিল থেকে রুয়েট ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও এ্যাব কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আহমেদ হোসাইনকে গ্রেপ্তার করেছে। আমরা এর নিন্দা, উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 

তারা বলেন, এভাবে গুম, খুন, মামলা, হামলা ও গ্রেপ্তার করে দেশের মানুষদের আন্দোলন সংগ্রাম থেকে দমিয়ে রাখা যাবে না। বরং আন্দোলন সংগ্রাম তীব্র থেকে তীব্রতর হবে। ঘোষিত তফসিল সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সব রাজবন্দির মুক্তির দাবিও করেছেন এ্যাব নেতারা। 

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/জেবি/এসএম)