শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র

প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৩, ২০:১০

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকা টাইমস

পরিস্কার পরিচ্ছন্নতায় বিশেষ অবদানের জন্য শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র।

রবিবার জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্রের হাতে।

এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ‘নিজ আঙিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই শ্লোগানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক আয়োজিত ইউনিসেফ এর সহযোগিতায় দেশ ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৩-এ ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতায় বিশেষ অবদান রাখায় শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র। 

এ ব্যাপারে জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে দেশ ও জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ। আগামী দিনেও এ দায়িত্ব পালনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/১৯নভেম্বর/প্রতিনিধি/এসএ)