নারায়ণগঞ্জ-৩: আ.লীগের মনোনয়ন ফরম জমা দিলেন অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৩, ১৫:০২
অ- অ+

নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা.আবু জাফর চৌধুরী বিরু।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোয়ন ফরম জমা দেন তিনি।

ফরম সংগ্রহ শেষে ডা. আবু জাফর চৌধুরী বিরু সাংবাদিকদের বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমি নিয়মিতই আমার নির্বাচনি এলাকায় যাই। দলীয় নেতাকর্মী ও জনসাধারণের পাশে থাকি। নারায়ণগঞ্জের মাটি বঙ্গবন্ধুর ঘাঁটি, জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি।’

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ-৩ নৌকার মাটি, নৌকার দেশ, নারায়ণগঞ্জের মানুষ নৌকাতেই ভোট দেবে। জননেত্রী শেখ হাসিনা আমাকে নমিনেশন দিলে বিপুল ভোটে বিজয়ী হবো। দল এখানে যাকেই মনোনয়ন দেবে তাকেই বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং শতভাগ বিজয়ী হবো ইনশাআল্লাহ।’

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এমএইচ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাশেমের কফিন কাঁধে ছাত্র-জনতার মিছিল, আ.লীগ নিষিদ্ধের দাবি
প্রশাসনের রদবদলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে জনগণ মেনে নেবে না: আমিনুল 
অ্যাম্বুলেন্সে অক্সিজেন মাক্স পড়ে শুয়েছিলেন রোগী, অতঃপর গন্তব্য ডিবি অফিস!
জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রাপ্তি গুমের শিকার মানুষদের মুক্তি: উপদেষ্টা মাহফুজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা