আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি গতবারের তুলনায় কম

প্রকাশ | ২২ নভেম্বর ২০২৩, ০৮:২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শেষ হয়েছে মঙ্গলবার। এবার মনোনয়ন ফরম বিক্রি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় অনেক কম।

আওয়ামী কেন্দ্রীয় কার্যালয় থেকে পাওয়া তথ্য মতে, এবার ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি। গত নির্বাচনে সংখ্যাটি ছিল ৪ হাজার ৩৭ জন। এবার ৬৭৫টি মনোনয়ন ফরম কম বিক্রি হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, এবার সারা দেশে ৩০০ আসনের হিসাবে গড়ে এক আসনের বিপরীতে ১১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে আওয়ামী লীগের।

মনোনয়ন ফরম যাচাই-বাছাই শেষে আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রার্থীর চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশনে জমা দিতে হবে। দলীয় প্রার্থী নির্ধারণ করতে বৃহস্পতিবার সকাল ১১টায় প্রথম বৈঠকে বসবেন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যরা।

এর আগে গত শনিবার মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেওয়া গেছে।

আওয়ামী লীগের বিক্রি হওয়া ৩ হাজার ৩৬২ মনোনয়ন ফরমের মধ্যে অনলাইনে বিক্রি হয়েছে ১২১টি। প্রতিটি ফরমের বিক্রয়মূল্য ছিল ৫০ হাজার টাকা। এতে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এজে)