রাজবাড়ীতে পাটবোঝাই চলন্ত ট্রাকে আগুন

প্রকাশ | ২২ নভেম্বর ২০২৩, ১৯:২০ | আপডেট: ২২ নভেম্বর ২০২৩, ১৯:২৪

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাটবোঝাই চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ওই আগুনের ঘটনা ঘটে।

ট্রাকের ড্রাইভার মো. জাহাঙ্গীর বলেন, নাটোর থেকে দুটি ট্রাকে পাটবোঝাই করে ফরিদপুরের মধুখালী উপজেলার আশাপুর আ. রাজ্জাক খান জুট মিলে নিয়ে যাচ্ছিলেন। বালিয়াকান্দি-সোনাপুর সড়কের উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা ব্রিজের সামনে একটি খড়িবোঝাই ট্রাককে দাঁড়িয়ে থাকতে দেখে স্লো করি। এ সময় আমার ট্রাকে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়। এ সময় আমি গাড়ি বাঁচানোর তাগিদে নারুয়া রোডে আলমের ইটভাটার পাশে একটা পানিভর্তি গর্তে ট্রাক নামিয়ে দেই। ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৈয়দ শরাফত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে চলন্ত ট্রাকে আগুন দেবার কারণে চালক প্রায় ৫ কিলোমিটার চালিয়ে চলে আসে। ফলে রাস্তায় ট্রাক থেকে পাট পুড়ে বিভিন্ন স্থানে আগুনের সৃষ্টি হয়। সেগুলোও আমাদের নিভাতে হয়।

(ঢাকাটাইমস/২২ নভেম্বর/ইএইচ)