উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২৩, ১৫:৫৭ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৩, ১৬:২৫

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আতাউল্লাহ নামের এক কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
 
শনিবার সাড়ে ১১টার দিকে উখিয়ার ১৯নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
 
নিহত আতাউল্লাহ ১৯ নম্বর ক্যাম্পের এ/১ ব্লকের জালাল আহমেদের ছেলে এবং ওই ব্লকের উপনেতা (সাব-মাঝি)।
 
উখিয়া থানার ওসি শামীম হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, আতাউল্লাহকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়েছে। দায়িত্বরত এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন এনজিও হাসপাতালে পাঠায়। সেখান থেকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
 
এদিকে প্রাথমিকভাবে ক্যাম্প নিয়ন্ত্রণের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
 
(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এআর)