ঝিনাইদহে নারী নির্যাতন বিরোধী প্রতিবাদ দিবস পালিত

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২৩, ১৭:৩৩

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝিনাইদহে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত হয়েছে। ঝিনাইদহ দূর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষের আয়োজনে শনিবার সকালে ওয়েলফেয়ার এফোর্টসের (উই) কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্ত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ঝিনাইদহ সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন.এম.শাহাজালাল, ওয়েলফেয়ার এফোর্টসের (উই) পরিচালক শরিফা খাতুনসহ অন্যান্যরা বক্তব্য দেন।

বক্তারা, নারীর নিরাপদ জীবন বির্নিমাণে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব পালনের প্রতি জোর দাবি জানান।

(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/ইএইচ)