ফরিদপুরে শিশু পরিবার পরিদর্শনে সচিব

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২৩, ২২:৪০

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন সরকারি শিশু পরিবার পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম সেখ।

শনিবার দুপুরে শহরের টেপাখোলায় অবস্থিত শিশু পরিবার পরিদর্শনে আসেন তিনি।

শিশু পরিবারে থাকা শিশুদের ব্লক বাটিক, হস্তশিল্প ও বিউটি পার্লার প্রশিক্ষণ পরিদর্শন করেন সচিব। তাদেরকে স্বাবলম্বী করতে এ সকল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জেলা সমাজসেবা কার্যালয়ের অর্থায়নে তাদের প্রশিক্ষণ দিচ্ছেন বেসরকারি এনজিও সংস্থা ফরিদপুর নারী উন্নয়ন ফোরাম।

পরে তাদের মিলনায়তনে ফরিদপুর ও রাজবাড়ী জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা উপপরিচালক এ এস এম আলী আহসান।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম সেখ বিভিন্ন এনজিওর মাঝে ঋণ ও অনুদানের চেক বিতরণ করেন। এর আগে জেলার সকল এনজিও প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/ইএইচ)