বিশ্বের বায়ুদূষণের তালিকায় ঢাকা আজ ষষ্ঠ

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৩, ১০:২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এর বিশ্বের ১০৮টি দেশ নিয়ে তৈরি করা বায়ু দূষণের তালিকায় রোববার সকাল ১০টার দিকে ঢাকা ষষ্ঠ অবস্থানে ছিল। এ সময় ঢাকার স্কোর ছিল ১৬৭। বাতাসের এ মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। 

আর ২৬৫ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরগুলোর তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ভারতের কলকাতা দ্বিতীয় স্থানে। স্কোর ২১০। ২০৯ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। পাকিস্তানের করাচি ও ভিযেতনামের হানোই শহর দূষিত বায়ুর তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে। তাদের স্কোর ১৮৫ ও ১৭০।

আইকিউএয়ারের দেওয়া তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। আজ ঢাকার বাতাসে যতটা এই বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ২৪ গুণের বেশি।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। 


(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এসএম)