ঢাকা-৬ আসনে নৌকার মাঝি হলেন সাঈদ খোকন

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৩, ১৭:১০ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৩, ১৭:২০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঢাকা-৬ আসনে প্রথমবারের মতো নৌকার মাঝি হয়েছেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন।

রবিবার বিকাল ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বর্তমানে আসনটির সংসদ সদস্য জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ। গত নির্বাচনে জোট সঙ্গী হিসেবে জাপাকে আসনটি ছেড়ে দিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ।

তবে আওয়ামী লীগের পক্ষ থেকে ২৯৮টি আসনে দলের প্রার্থীতা ঘোষণা করলেও কুষ্টিয়া-২ ও নারায়াণগঞ্জ-৫ আসন দুটি খালি রাখা হয়েছে। কিন্তু কেনো দুটি আসন খালি রাখা হয়েছে তা স্পষ্ট করেনি দলটি।

এদিকে ঢাকার ২০টি আসনের মধ্যে ৬টিতে নতুন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে ঢাকা-৫ আসনে নতুন প্রার্থী করা হয়েছে হারুনর রশিদ মুন্না, ঢাকা-৬ আসনে সাঈদ খোকন, ঢাকা-৭ আসনে বর্তমান এমপি হাজী মোহাম্মদ সেলিমের ছেলে মোহাম্মদ সোলায়মান সেলিম, ঢাকা-৮ আসনে আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা-১০ আসনে নায়ক ফেরদৌস, ঢাকা-১৩ আসনে জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা-১৪ আসনে পেয়েছেন যুবলীগের সেক্রেটারি মাঈনুল হোসেন খান নিখিল।

(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/ইএইচ)