এইচএসসিতে অকৃতকার্য হয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

গাজীপুরের শ্রীপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে গলায় ওড়না পেচিয়ে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
রবিবার বিকালে পুলিশ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে।
সে শ্রীপুরের পিয়ারআলী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়।
নিহত ফারজানা (১৭) গাজীপুর সদর উপজেলার বানিয়ার চালা গ্রামের মো. সুরুজ মিয়ার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আ.কুদ্দুছ জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ছাত্রীর বাড়ি জয়দেবপুর সদর থানা এলাকায়। নিহতের স্বজনদের সিদ্ধান্তের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন