নীলফামারীর চারটি আসনের নৌকার মাঝি হলেন যারা

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৩, ২১:৩৬

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস

দ্বাদশ সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি আসনের নৌকার প্রার্থী ঘোষণা করেছেন আওয়ামী লীগ।

রবিবার বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এতে নীলফামারী-১ ও নীলফামারী-২ আসনের আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার ও আসাদুজ্জামান নূর বহাল রয়েছে।

নীলফামারী-৩ আসনে সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তাফা ও নীলফামারী-৪ আসনে কিশোরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুলকে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/ইএইচ)