ফরিদপুরে বিএনপির দুই নেতা বহিষ্কার

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৩, ১০:৫৬ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৩, ১৩:১৩

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস

দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে ফরিদপুরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।  

রবিবার রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।  

বহিষ্কৃতরা হলেন- ফরিদপুরের মধুখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মুনসুর নান্নু ও আলফাডাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম।  

একই সঙ্গে মধুখালী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম সাগরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এআর)