নারায়ণগঞ্জে বিএনপির দুই নেতাকর্মী আটক
প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৩, ১১:০৩ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৩, ১১:০৬
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের বিএনপির অবরোধ সমর্থনে নাশকতার চেষ্টাকালে বিএনপির দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড়ের পিডিকে পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দপ্তর সম্পাদক মাসুদ করিম এবং কর্মী মো. আবু তালেব ওরফে বাবু।
আটককের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আজ ভোরে বিএনপি জামায়াতের চলমান অবরোধ কর্মসূচির সমর্থনে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের নেতৃত্বে তারা একত্রে একটি মিছিল বের করে। এসময় তারা মহাসড়কে নাশকতার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে বিএনপির দুই নেতাকর্মীকে মিছিল থেকে আটক করতে সক্ষম হয়। আজ দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।
(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এআর)