১ ডিসেম্বর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা চলাচল করবে আরও দুটি ট্রেন

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৩, ১২:০৬

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস

রাজবাড়ী দিয়ে ফরিদপুরের ভাঙ্গা হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকায় চলাচল করবে আরও দুটি ট্রেন। আগামী ১ ডিসেম্বর হতে রাজশাহী থেকে আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ও খুলনা থেকে নকশীকাঁথা মেইল ট্রেন পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচল করবে। এ নিয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচলের সংখ্যা দাঁড়াবে মোট ৪টি। তবে নতুন ২টি ট্রেন যুক্ত হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজবাড়ীসহ দক্ষিণ অঞ্চলের মানুষ।

এদিকে আরও দুটি ট্রেন চলাচলের খবরে আনন্দ প্রকাশ করে রাজবাড়ী জেলার কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, এর আগে পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকায় চলাচল করতো সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস নামের ২টি ট্রেন। এবার নতুন করে চালু হতে যাচ্ছে আরও ২টি ট্রেন। এই এলাকার লোকজন ও দক্ষিণ অঞ্চলের লোকজনের যাতায়াতে খুবই সুবিধা হবে।

ইয়াছিন, সিরাজুল,শরিফুল নামের কয়েকজন বলেন, ব্যবসায়িক কাজে আমাদের প্রায়ই ঢাকা যেতে হয়। বর্তমানে যে দুটি ট্রেন রাজবাড়ী থেকে ঢাকায় যাচ্ছে রাজবাড়ী থেকে এই ট্রেনগুলো সিট বরাদ্দ কম, তাছাড়া টাইম শিডিউলও আমাদের জন্য সুবিধার নয়।এছাড়া বর্তমানে যে দুটি ট্রেন চলাচল করে সেগুলোতে রাজবাড়ী থেকে কম আসন বরাদ্দ থাকায় অনেক যাত্রী ঢাকাতে যেতে পারতেন না। অনেককেই দাঁড়িয়ে যেত। এখন ১ তারিখ থেকে চারটি ট্রেন চলাচল করলে রাজবাড়ীর যাত্রীদের আর কোনো সমস্যা হবে না।

রাজশাহী রেলওয়ে বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চলের সহকারী অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়ালের স্বাক্ষরিত একটি চিঠি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে পূর্ব থেকেই রাজশাহী থেকে আন্তঃনগর মধুমতী এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গা পর্যন্ত চলাচল করতো। এই ট্রেনটি বর্ধিত করে ভাঙ্গা থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকায় চলাচল করবে। আগামী ১ ডিসেম্বর থেকে রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত এবং ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত ট্রেন চলাচল করবে।

এছাড়া খুলনা থেকে রাজবাড়ী গোয়ালন্দ ঘাট পর্যন্ত চলাচল করতো নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি। ওই ট্রেনটি গতিপথ পরিবর্তন করে পহেলা ডিসেম্বর থেকে খুলনা থেকে পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা পর্যন্ত এবং ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে খুলনা পর্যন্ত চলাচল করবে।

রেল৷  কর্তৃপক্ষ জানিয়েছে, মধুমতি এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিক ছুটির দিন বৃহস্পতিবার অপরিবর্তিত থাকবে। মধুমতী এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে চলাচলকারী তৃতীয় আন্তঃনগর ট্রেন হতে যাচ্ছে। এদিন পদ্মা সেতু দিয়ে চলবে খুলনা-ঢাকা রুটে প্রথম কমিউটার ট্রেনও।

যার টিকিট যাত্রা শুরুর সময় রেলস্টেশনের কাউন্টার থেকে পাওয়া যাবে। ৮টি কোচের মধুমতী এক্সপ্রেসে ৫৫৮টি যাত্রীদের আসন থাকবে। এর মধ্যে প্রথম শ্রেণির একটি কোচে আসন সংখ্যা ২৪টি, শোভন চেয়ারে ৪৪ এবং শোভন শ্রেণিতে ৪৯০টি আসন থাকবে।

এছাড়া ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত শোভন কোচে ভাড়া ৩৯৫ টাকা, শোভন চেয়ারে ভাড়া ৪৭০ টাকা আর প্রথম শ্রেণিতে ভাড়া ৭১৯ টাকা। রাজবাড়ী থেকে ঢাকা শোভন শ্রেণিতে ভাড়া ২৪৫ টাকা, শোভন চেয়ারে ভাড়া ২৯৫ টাকা ও প্রথম শ্রেণিতে ভাড়া ৪৪৯ টাকা। সঙ্গে ভ্যাট প্রযোজ্য।

আগামী ১ ডিসেম্বর থেকে ২টি ট্রেন চলাচলের সময়সূচীতে দেখা যায়, আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে সকাল ৬টা ৪০ মিনিটে ছেড়ে পদ্মা সেতু হয়ে ঢাকা পৌঁছাবে দুপুর ২টায়। আবার ওই ট্রেনটি ঢাকা থেকে দুপুর ২টা ৪০ মিনিটে ছেড়ে পদ্মা সেতু হয়ে রাজশাহী পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে।

মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী জংশন, পাকশী, ভেড়ামারা, মিরপুর, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা, কালুখালী জংশন, রাজবাড়ী, পাঁচুরিয়া জংশন, আমিরাবাদ, ফরিদপুর, তালমা, পুকুরিয়া, ভাঙ্গা, শিবচর, পদ্মা জাজিরা ও মাওয়া স্টেশনে যাত্রা বিরতি করবে।

অপর নকশীকাঁথা মেইল ট্রেনটি খুলনা থেকে রাত ১১টা ৪০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকা পৌঁছাবে। ঢাকা থেকে ১১টা ৪০ মিনিটে ছেড়ে খুলনা পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে।

ট্রেনটির যাত্রাবিরতি থাকবে দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোর্ট চাঁদপুর, সাফদারপুর, আনসারবাড়িয়া, উথলী, দর্শনা, চুয়াডাঙ্গা, মুন্সিগঞ্জ, আলমডাঙ্গা, হালসা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুষ্টিয়া, কুমারখালী, খোকসা, মাছপাড়া, পাংশা, কালুখালী, বেলগাছি, খানখানাপুর, আমিরাবাদ, ফরিদপুর, বাখুণ্ডা, তালমা, পুকুরিয়া, ভাঙ্গা, ভাঙ্গা জংশন, শিবচর, পদ্মা, মাওয়া, শ্রীনগর, নিমতলী ও গেন্ডারিয়ায়।

দুটি ট্রেন চলাচলের প্রস্তাবনার বিষয়ে রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, ১ ডিসেম্বর থেকে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ও খুলনা থেকে ছেড়ে আসা নকশীকাঁথা মেইল এক্সপ্রেস পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকা পর্যন্ত চলাচল করবে এমনটা শুনেছি। অনলাইনে মধুমতি ট্রেনের টিকিট ও বিক্রি শুরু হয়ে গেছে। এই সংক্রান্ত আমরা একটি চিঠিও পেয়েছি।

রেলওয়ের রাজবাড়ী ট্রাফিক পরিদর্শক (পরিবহন ও বাণিজ্যিক) শফিকুর রহমান বলেন, ১ ডিসেম্বর থেকে রাজবাড়ী হয়ে পদ্মা সেতু দিয়ে আরও দুইটি ট্রেন চলাচল করবে।

এ বিষয় বাংলাদেশ রেলওয়ের রাজশাহী পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) আহসানউল্লাহ ভূঁইয়া বলেন, পদ্মা সেতু দিয়ে আরও দুটি ট্রেন চলাচল করবে। শিগগিরই সংশ্লিষ্ট স্টেশনে নতুন সময়সূচী জানিয়ে দেওয়া হবে।

 

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এআর)