এনু-রুপনের বিরুদ্ধে অর্থপাচারের আরেক মামলার রায় আজ

প্রকাশ | ২৮ নভেম্বর ২০২৩, ১০:২২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

 

রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু এবং তার ভাই রুপন ভূঁইয়ার বিরুদ্ধে অর্থপাচারের আরেকটি মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার।

ঢাকার ৮ নম্বর বিশেষ জজ মো. বদরুল আলম ভূঞা এ রায় ঘোষণা করবেন।

এর আগে গত ২০ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক রায়ের এ দিন ঠিক করেন। 

ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে ২০২০ সালের ১৩ জানুয়ারি দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। তার আগে তাদের বাড়ি থেকে সিন্দুকভর্তি বিপুল পরিমাণ টাকা আর স্বর্ণ পাওয়া যায়।

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১২টি মামলা হয়, যার মধ্যে ওয়ারী থানায় অর্থপাচারের মামলায় এনু-রুপনসহ ১১ জনকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে দুই ভাই কারাগারে রয়েছেন।

এর মধ্যে ঢাকার বংশাল থানার মামলাটির রায় ঘোষণা করা হবে আজ। ২০২০ সালের ৩১ আগস্ট সিআইডির অর্গানাইজড ক্রাইম স্কোয়াডের পরিদর্শক মো. মেহেদী মাকসুদ মামলাটি দায়ের করেছিলেন।

এ মামলায় ১১ জনকে আসামি করা হয়। তবে অভিযোগপত্রে তিনজনকে অব্যাহতি দেওয়া হয়। এনু-রুপন ছাড়া অন্য আসামিরা হলেন- শহীদুল হক, মো. রশিদুল হক ভুঁইয়া, মো. মেরাজুল হক শিপলু, জয় গোপাল সরকার, পাভেল রহমান ও ভুলু চন্দ্র দেব।


(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এফএ)