শেষপর্যন্ত আলিয়াও ভুয়া আপত্তিকর ভিডিওর শিকার
প্রকাশ | ২৮ নভেম্বর ২০২৩, ১৫:১০ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৩, ১৫:২১
ডিপফেক বা ভুয়া ভিডিও নিয়ে যেন উদ্বেগ আর দুশ্চিন্তা পাল্লা দিয়ে বেড়ে চলেছে। বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ এবং কাজল এরইমধ্যে এই ভিডিওর শিকার হয়েছেন। তালিকায় নাম আছে দক্ষিণী সিনেমার নায়িকা রাশ্মিকা মন্দানাও। শেষপর্যন্ত আলিয়া ভাটও একই খপ্পরে।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, আলিয়ার ভুয়া ছবি আর ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকেই প্রশ্ন উঠছে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের ব্যবহার নিয়ে।
যে ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সেখানে একটি মেয়েকে নীল রঙের ফ্লোরাল প্রিন্টের স্লিভলেস কোঅর্ড ড্রেস পরে থাকতে দেখা যাচ্ছে। মেয়েটির মুখের জায়গায় দেখা যাচ্ছে আলিয়া ভাটের মুখ। ক্যামেরার সামনে সেই মেয়েটি একাধিক অশ্লীল আচরণ করছেন।
বসে, হাত তুলে নানা অঙ্গভঙ্গি করতে দেখা যায় ওই মেয়েকে। অনেকেই এই ভিডিও দেখে বুঝেছেন যে, সেখানে থাকা মেয়েটি মোটেই আলিয়া ভাট নন। আসল মেয়েটির মুখের জায়গায় মর্ফ করে আলিয়ার মুখ বসানো হয়েছে।
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রোজি ব্রিনের একটি পোশাক বদলানোর ভিডিয়োতে কাজলের মুখ বসিয়ে সেটা ভাইরাল করে দেওয়া হয়। কিন্তু সেখানে কয়েক মুহূর্তের জন্য দেখা যায় আসল মহিলার মুখ। সেখান থেকেই স্পষ্ট হয় সেই ভিডিও ডিপফেক টেকনোলজি ব্যবহার করে বানানো হয়েছে।
রাশ্মিকার বেলাতেও দেখা যায় একজন মহিলা যিনি কালো পোশাক পরে লিফটে উঠছিলেন, সেখানে তার জায়গায় অভিনেত্রীর মুখ মর্ফ করে বসিয়ে দেওয়া হয়েছে।
ডিপফেক টেকনোলজি দিয়ে মূলত একজনের মুখ বদলে তার জায়গায় আরেকজনের মুখ বসিয়ে দেওয়া হয়। বলাই বাহুল্য এটা কোনো ভালো কাজে ব্যবহৃত হয় না। সেখান থেকেই আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের এই ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে ক্রমশ।
(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এজে)