অবরোধের সমর্থনে খিলক্ষেতে ছাত্রদল-যুবদলের মশাল মিছিল

প্রকাশ | ২৮ নভেম্বর ২০২৩, ২০:৩৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দ্বাদশ জাতীয় সংসদের ঘোষিত তফসিল বাতিল এবং বিএনপির ডাকা ৮ম দফা অবরোধের সমর্থনে রাজধানীর খিলক্ষেত এলাকায় মশাল মিছিল করেছেন ছাত্রদল-যুবদল এবং বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর খিলক্ষেত ফুটওভার ব্রিজের নিচ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে এয়ারপোর্টের সামনের সড়কে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি যুবনেতা জসিম শিকদার রানা। মিছিল থেকে সরকারের পদত্যাগ এবং অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা:আউয়াল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল হামিদ নিরব, ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, উত্তর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম আরিফ, রামপুরা থানা ছাত্রদল দল নেতা পাভেল, বাড্ডা থানা ছাত্রদল নেতা নাসির, ইমনসহ শতাধিক নেতাকর্মী।

ঢাকাটাইমস/২৮নভেম্বর/জেবি/ইএস