মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নাম পরিবর্তনের অনুমতি

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২৩, ১৩:২৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির নাম ‘মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের’ পরিবর্তে ‘মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হবে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে ১৯৯৯ সালের ২৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে এ ব্যাংকের মোট ১৩৭টি শাখা ও ১৫০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এফআই)